উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকা হতে ২৮ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-৬।
র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাগুরা জেলার শ্রীপুর থানাধীন ওয়াপদা বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থল থেকে আসামি,প্রবীর বিশ্বাস (৪১), পিতা-ভগিরত বিশ্বাস, সাং-পরমান্দনপুর (রামখালিপাড়া), ২। মোঃ নুর আলম (২৯), পিতা-মোঃ দবির হোসেন, সাং-চাপড়ী মধ্যপাড়া এবং ৩। সোয়েব আক্তার (২৩), পিতা- মোঃ মোকাদ্দেস আলী, সাং-লক্ষীকোল, সর্ব থানা-সদর, জেলা-ঝিনাইদহ থেকে গ্রেফতার করে এবং উক্ত আসামিদের হেফাজত হতে তাদের হাতে থাকা ট্রাভেল ব্যাগের মধ্যে রক্ষিত ২৮ (আটাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.