মহান মে দিবস উপলক্ষে সুরধুনী ও বিবর্তন যশোর আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার অনুষ্ঠিত। যশোর টাউন হল ময়দানে রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবর্তন যশোরের প্রতিষ্ঠাতা সদস্য ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পদক সানোয়ার আলম খান দুলু, আলোচনা করেন শ্রমিক নেতা নাজিম উদ্দিন ও সুধুনীর সভিপতি হারুন অর রশীদ ও বিবর্তনের সাধারন সম্পাদক দিপংকর বিশ্বাস। সুরধুনীর শিল্পীরা দুই পর্বে ১০টি গনসংগীত পরিবেশন করে আবৃত্তি করেন বিবর্তনের মৃণ্ময় চক্রবর্তী, শীলা বিশ্বাস, শর্মিষ্ঠা ভট্টাচার্য্য, সুহিনা শার্মিন এলিশ।
বক্তারা বলেন বাংলাদেশ সরকার কিছু শ্রমিকদের বেতন স্কেল নির্ধারণ করেছিলো যখন সে সময় থেকে এখন দ্রব্যমূল্য বেড়েছে প্রায় ৪ গুন এ জন্য শ্রমিকদের সংসার চালানো উপযুক্ত বেতন দিতে হবে। কৃষি শ্রমিক ও গৃহ কর্মিদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিয়ে বেতন স্কেল নির্ধারন করে দেয়া হোক দ্রুততার সাথে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.