মহাগ্রন্থ আল কুরআন পোড়ানোর প্রতিবাদে পাটকেলঘাটায় জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

পাটকেলঘাটা প্রতিনিধি
বিক্ষোভ মিছিল ২৮ জুন বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে মহাগ্রন্হ আল-কুরআন পোড়ানোর প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটায় সর্বস্তরের তাওহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত হয়।
মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি পাটকেলঘাটা বলফিল্ড মোড় থেকে শুরু হয়ে পাঁচ রাস্তা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।এ সময় বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মনজুর নোমানী প্রমূখ।