প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৫, ১২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২০, ৩:০০ পি.এম
মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৯ জন আইসিইউতে, বাঁচার সম্ভাবনা কম
ডেস্ক রিপোর্টঃ নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৯ জন আইসিইউতে আছে তবে সবার ৩৫ থেকে ৯৩ শতাংশ পুড়ে যাওয়ায় বাঁচার সম্ভাবনা কম- এমনটি জানিয়েছেন শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন ও প্লাস্টিক সার্জারির আবাসিক সার্জন পার্থ শংকর পাল। দুপুরে সাংবাদিকদের একথা জানান তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। ওই ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।
মসজিদের নিচে গ্যাসের লাইনে অসংখ্য লিকেজ থেকে গ্যাস বের হয়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
সূত্র: DBC News
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.