মনিরামপুর (যশোর) প্রতিনিধি : মনিরামপুর পৌরসভার টানা দ্বিতীয় বারের মত নব-নির্বাচিত মেয়র কাজী মাহমুদুল হাসানসহ কাউন্সিলরদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শপথের পর সোমবার সকালে পৌরসভার হলরুমে পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার সচিব কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিতে দ্বিতীয় বারের মত প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন ৭নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে নির্বাচিত হ্যাট্রিক করা বিজয়ী কাউন্সিলর কামরুজ্জামান কামরুল। প্যানেল মেয়র-২ হয়েছেন সংরক্ষিত কাউন্সিলর গীতারানী কুন্ডু এবং প্যানেল মেয়র-৩ আব্দুল কুদ্দুস নির্বাচিত হন। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ আজিম, সুমন দাস, বাবুলাল চৌধূরী, আদম আলী, আসাদুজ্জামান মোড়ল, আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান কামরুল, বাবলুর রহমান,আইয়ুব পাটোয়ারি, অনিমা মিত্র, অপেলা খাতুন এবং গীতারানী কুন্ডু।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.