মনিরামপুরে সাবেক আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের পরলোক গমন

মনিরামপুর প্রতিনিধি
মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং ১৫নং কুলটিয়া ইউনিয়নের দুইবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান পরিতোষ কুমার বিশ্বাস পরলোক গমন করেছেন। প্রবীণ এ নেতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি গ্রামের বাড়ি কুলটিয়া নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৯১৩ সালের ২৯ জানুয়ারী সহধর্মীনি লিলিমা রানী বিশ্বাস এর মৃত্যুর পর থেকে প্রবীণ এ নেতা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দিুই পুত্রের জনক ছিলেন। বড় পুত্র দীপু বিশ্বাস আইন বিচার ও সংসদীয় মন্ত্রনালয়ের কর্মকর্তা এবং ছোট ছেলে কানিজ বিম্বাস শিপু স্কুল শিক্ষক।মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক প্রণয় চৌধুরী জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় হেলাঘাট মহাশ্মাশনে নিহতর শেষ কৃত্য সম্পন্ন করা হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, মনিরামপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।