মনিরামপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুর উপজেলার মশিয়াহাটী এলাকায় বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার কুলটিয়া ইউনিয়নের হাটগাছা গ্রামের ব্রজেন বৈরাগীর পুত্র দীপ্ত বৈরাগী (২২)। বৃহস্পতিবার দুপুরে বিলের মৎস্য ঘেরের কাজ শেষে নৌকায় বাড়ি ফেরার পথে দীপ্তর শরীরে বজ্রপাত ঘটে। এ সময় প্রত্যক্ষদর্শীরা তাকে নৌকা থেকে পড়ে যেতে দেখার বিষয়টি বাড়িতে খবর দিলে নিহতর স্বজনরা পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।