স্টাফ রিপোর্টার, মনিরামপুর ॥
মনিরামপুরে অস্ত্র বিক্রির প্রস্তুতিকালে পিস্তল ও গুলিসহ যুবক মেহেদী হাসান আটকের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়ে তাকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। যার মনিরামপুর থানার মামলা নং-৩০। মামলার বাদী হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক শ্যামল সরকার এবং তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কাজী নাজমুস শাকিব।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মেহেদী হাসান অস্ত্র বেচাকেনার ব্যাপারে পরিপূর্ণ তথ্য প্রদান না করায় তাকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য বিজ্ঞ আদালতের নিকট রিমান্ডের আবেদন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পূরবী সিনেমা হলের সামনে থেকে ১টি পিস্তল ও ১রাউন্ড গুলিসহ যশোর কোতয়ালী থানার মুড়লী মহসিন স্কুল পাড়ার মৃত. গাজী আব্দুস সাত্তারের পুত্র মেহেদী হাসানকে মনিরামপুর থানা পুলিশ আটক করে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.