Type to search

মনিরামপুরে নৌকার পক্ষে হুমায়ুন সুলতানের গণসংযোগ

মনিরামপুর

মনিরামপুরে নৌকার পক্ষে হুমায়ুন সুলতানের গণসংযোগ

 

মনিরামপুর (যশোর) প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট খান টিপু সুলতানের জেষ্ঠ্য পুত্র কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য হুমায়ুন সুলতান সাদাব নৌকার পক্ষে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী পৌর শহরে তিনি এ গণসংযোগ করেন।
জানাযায়, আগামী ৩০শে জানুয়ারি মনিরামপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসানকে বিজয়ী করতে পৌর শহরের ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, ব্যক্তি আক্রোশ এবং নিজেদের মধ্যে সকল দ্বন্দ্বের বহিঃপ্রকাশ ভুলে গিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক’কে বিজয়ী করতে হবে। তাহলে দেশের উন্নয়ন অব্যহত থাকবে এবং আওয়ামী লীগের অস্তিত্ব টিকে থাকবে। এ সময় তাঁর সাথে উপজেলা আওয়ামীলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমীকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।