মনিরামপুরে জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম’র এজাহার ভূক্ত পলাতক আসামী গ্রেফতার

মনিরামপুর প্রতিনিধি- র্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মনিরামপুর থানাধীন চিনাটোলা বাজারে এলাকা থেকে আনছারুল ইসলাম নামক নিষিদ্ধ সংগঠনের এক নেতাকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার ৫ টার সময় এ অভিযান চালানো হয়। এর আগে ্ এলাকা থেকে আনছারুল ইসলামের আরো তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছিলো।
র্যাব ৬ এর যশোর ক্যাম্প এক প্রেস বার্তায় জানান, র্যাব-৬,সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ইং ৩০/০৭/২০১৯ তারিখ রাত্র ০০.৪৫ ঘটিকায়যশোর জেলারমনিরামপুর থানাধীন চিনাটোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারে সন্দিগ্ধ পলাতক আসামী মোহতাছিম বিল্লাহ শামিম (১৮) কে গেস্খফতার করা হয়। সে শ্যামকুড় গ্রামের আসাদুজ্জামান দপ্তরির ছেলে।