Type to search

মনিরামপুরে ঘোড় দৌড় অনুষ্ঠিত

মনিরামপুর

মনিরামপুরে ঘোড় দৌড় অনুষ্ঠিত

প্রিয়ব্রত ধর,অভয়নগর প্রতিনিধিঃ
মনিরামপুর উপজেলার হরিদাসকাঠি ইউনিয়নের আঠারো পাকিয়া গ্রামে গ্রাম বাংলার ঐতিয্যবাহী ঘোড় দোড় অনুষ্ঠিত হয়। গ্রাম বাসীর আয়োজনে উক্ত দৌড় প্রতি যোগীতায় ২০টি ঘোড়া অংশ গ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন
 প্রধান অতিথিঃজনাব মোঃআলমঙ্গীর কবির লিটন চেয়ারম্যান হরিদাসকাঠি ইউনিয়ন পরিষদ,বিশেষ অতিথি মোছাঃফাতেমা বেগম,গৌতম হালদার,প্রকাশ রায় বিশেষ অতিথি সমীর মন্ডল সমাজ সেবক।
বিজয়ীদের হাতে  প্রথম পুরষ্কার সরুপ ৪০০০ টাকা দ্বিতীয় পুরষ্কার ৩০০০টাকা, তৃতীয় পুরষ্কার ২০০০ টাকা তুলে দেওয়া হয়।
উপস্থিত দর্শক বৃন্দ অনেক দিন বাদে এমন একটি গ্রাম বাংলাে ঐতিয্যবাহী আয়োজন দেখতে পারে আনন্দ উল্লাসে মেতে ওঠে।