মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
করোনা ভাইরাস আক্রমণে বাড়িতে থাকা মনিরামপুরে হতদরিদ্র শ্রেণির ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়রম্যান নাজমা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী ও সাবেক যশোর জেলা ছাত্রদল নেতা ইফতেখার সেলিম অগ্নি এবং মনিরামপুর উপজেলা বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান জি.এম মিজানুর রহমান। চেয়ারম্যান নাজমা খানম ব্যক্তিগত তহবিল থেকে শনিবার উপজেলার রোহিতা ও খেদাপাড়া ইউনিয়নে দেড়শো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সরকারী বরাদ্দকৃত খাদ্য সামগ্রী উপজেলা প্রশাসনের থেকে নির্বাহী কর্মকর্তা শ্যামকুড় ইউনিয়নে ৫’শ পরিবারের মাঝে বিতরণ করেন। অপর দিকে সাবেক জেলা ছাত্রদল নেতা অগ্নি এবং বিএনপি নেতা মিজানুর রহমান যৌথ উদ্যোগে শনিবার উপজেলার ঢাকুরিয়া, ভোজগাতী, মনিরামপুর পৌরসভা এলাকায় ১৫’শ পরিবারকে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়। বিএনপি নেতা জানান, করোনার ভাইরাসের কারনে বাড়িতে আবদ্ধ থাকায় কাজ করতে না পারার কারনে চরম অর্থ সংকটে রয়েছে তারা। এ কারনে ওই দরিদ্র শ্রেণির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.