মনিরামপুর প্রতিনিধি:উপজেলার ইত্যা গ্রামের কলোনি পাড়ার ঋষি পল্লীতে এক ভিক্ষুকের দুই কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কথিত এক কবিরাজের নামে থানায় মামলা হয়েছে। কিন্তু পুলিশ কবিরাজকে আটক করতে পারেনি।
থানা পুলিশ, গ্রামবাসি ও নির্যাতিত পরিবার সূত্রে জানাযায়, শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে ইত্যা গ্রামের ঋষি পল্লীতে ওই ঘটনা ঘটে। এ গ্রামের আব্দুল আজিজের ঘরজামাই আবু দাউদ একজন কথিত কবিরাজ। সে যশোর সদর উপজেলার ঘুনী গ্রামের খলিলুর রহমানের পুত্র। ভিক্ষুক দম্পত্তির অভিযোগ শনিবার সকালে তারা ভিক্ষাবৃত্তির কাজে বাড়ি থেকে চলে গেলে গ্রামের ঘর জামাই খলিল তাদের বাড়িতে আসে এবং তার দুই কন্যার মধ্যে উভয় জনকে ধর্ষণের চেষ্টা চালায়।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ভিক্ষুক দম্পত্তির অভিযোগ পাওয়া মাত্র মামলা রেকর্ড করে অভিযুক্ত আবু দাউদকে আটকের জন্য চেষ্টা চলছে। মনিরামপুর থানার রুজকৃত মামলা নং-১৮(১০) ২০।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.