প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৩:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৩, ৪:৪৩ পি.এম
মনিরামপুরের নেবুগাতী মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রতি মন্ত্রী স্বপন ভট্টাচার্য্য-এমপি

প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর মনিরামপুর সীমানাবর্তী উপজেলায় হরিদাশকাটি ইউনিয়নের নেবুগাতি সার্বজনীন কালিতলা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে মহানামযজ্ঞ কমিটির আয়োজনে নেবুগাতী গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় ১২তম বার্ষিকী অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি প্রধান অতিথী উপস্থিত থেকে বক্তব্যে বলেন ঐতিহ্যবাহী নেবুগাতী সার্বজনীন কালীতলা রাধা গোবিন্দ মন্দির প্রঙ্গনে অষ্ট প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানে ব্রতী অভিলাষী হয়েছি। আমরা সব ভেদাভেদ ভুলে যজ্ঞানুষ্ঠানে উপস্থিতির মাধ্যমে শ্রীবৃদ্ধি সাধন সহ নাম সুধা উপভোগ করি এবং সৌভাতৃত্বের আবদ্ধ হয়ে সকল মানব জাতির কল্যাণ কামনা করি। অনুষ্ঠানে মহানামযজ্ঞা কমিটির সভাপতি সমাজ সেবক সমীর হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিদাশকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আলমগীর কবীর লিটন, ইউনিয়ন যুব লীগ সভাপতি দিনোবন্ধু রায়, তরুন আ’লীগ নেতা সাংবাদিক রাহুল রায়, ইউনিয়ন সাবেক ছাত্র লীগ সহ-সভাপতি মামুন-উর রশিদ,হাজির হাট সার্বজনীন দূর্গা পূজা কমিটির সভাপতি প্রশান্ত রায়,৫নং ওয়ার্ড আ’লীগ সভাপতি দিলীপ রায়, পূজা কমিটির সহ-সভাপতি সমারেশ রায়, সাধারণ সম্পাদক শশাংক রায়, সহ সম্পাদক প্রবীর বিশ্বাস কোষাধ্যক্ষ তন্ময় বাইন সহ এলাকার গন্যমান্য বর্গ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.