মনিরামপুরের কোড়ামারা অটিষ্টিক ও বুদ্ধী প্রতিবন্ধ বিদ্যালয় পরিদশর্ন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এরশাদ হোসেন খান

প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া প্রতিনিধি:
মনিরামপুর উপজেলার হরিদাশকাটি ইউনিয়েনর কোড়ামারা অটিষ্টিক ও বুদ্ধী প্রতিবন্ধী বিদ্যালয় স্বর জমিনে পরিদর্শন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এরশাদ হোসেন খান। বিদ্যালয় পরিদর্শন কালে উপস্থিত ছিলেন যশোর জেলা সমাজ কল্যাণ অফিসার উপপরিচালক অসিত কুমার সাহা, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্নয় পরিষদ সভাপতি ঢাকার ইলিয়াস রাজ, রান ডেডালপমেন্টের মহাপরিচলক গাওসুল আজম শিমু,হরিদাশকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর কবির লিটন,কে এইচ এন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাধন মন্ডল, মথুরাপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি আব্দুস সালাম, নিছার আলি পতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান, গংড়া পতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা, বিশিষ্ট শিক্ষা অনুরাগী আব্দুল কাদের কোড়ামারা অটিষ্টিক ও বুিদ্ধ প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান গাজী সহ অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য সকল শিক্ষক কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।