প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৭:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৩, ৩:১৯ পি.এম
মধুর ভাষা

বিলাল মাহিনী
শোনো সব একুশের ভক্ত
ভাষার দাবিতে
আমার ভাই-
রাজপথে দিছে রক্ত।
রক্ত দিয়ে আনলো তারা
মায়ের ভাষা স্বাধীনতা
একুশ এলেই বাড়ে বুকে
ভাই হারানোর ব্যথা।
একুশ সেতো বাঙালির
ভাই হারানোর দিন
একুশ এলেই হৃদয় মাঝে
বাজে দুঃখের বীণ।
বুকের মানিক হারায়ে মা
নির্বাক অসহায়
কালো বসনে প্রভাতফেরিতে
শহিদ মিনার যায়।
বাংলা আমার মায়ের ভাষা
তুলনা যার নাই
মায়ের ভাষায় বললে কথা
শান্তি খুঁজে পাই।
ভাষা দিবস বিশ্ব জুড়ে
ছড়িয়েছে আলো
বাংলা ভাষায় গান কবিতা
শুনতে লাগে ভালো।
মুক্তির মিছিলে চলো
সমস্বরে দাবি তোলো-
অফিস আদালত সবখানে
বাংলা চালু করো
জাতিসত্তার বিকাশ সাধনে
বাংলা ভাষা ধরো।
এই ভাষা যে মধুর ভাষা
খোদার সেরা দান
রক্ত দিয়ে জীবন দিয়ে
রাখবো ভাষার মান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.