মধুরিমার বিয়ে

মধুরিমা বসাক
‘মোহর’ ও ‘শ্রীময়ী’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাক বিয়ে করতে যাচ্ছেন। আগামী বছর গাঁটছড়া বাঁধবেন তিনি।
পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম জানায়, দুই পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়টি মোটামুটি চূড়ান্ত। একে অপরকে পছন্দ করে জীবন সঙ্গী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেত্রী।
বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মধুরিমা বসাক বলেন, ২০২২ সালে বিয়ের পরিকল্পনা ছিল। কিন্তু এই মুহূর্তে আমার বাবা খুব অসুস্থ। তাই এখনই এসব নিয়ে ভাবছি না।
জানা যায়, বিয়ে করলেও ক্যারিয়ার নিয়ে কোনো ছাড় দেবেন না এই অভিনেত্রী। বিয়ের পরেও সমানতালে তিনি অভিনয় চালিয়ে যাবেন। দর্শকদের উপহার দিতে চান নতুন নতুন কাজ।
মধুরিমা পশ্চিমবঙ্গের বাংলা টেলিভিশনের দাপুটে খলনায়িকা। দর্শকদের কাছে তার গ্রহণযোগ্যতা বেশ ভালো। ছোট পর্দার গণ্ডি পেরিয়ে শিগগিরই বড়পর্দাতেও অভিষেক ঘটতে চলেছে তার। সৃজিত মুখার্জি পরিচালিত ‘এক্স-প্রেম’ সিনেমার নায়িকা হয়েছেন মধুরিমা। এছাড়া কিছুদিনের মধ্যে নতুন এক ধারাবাহিকে ফিরতে চলেছেন তিনি।সূত্র, বাংলানিউজটোয়েন্টিফোর.কম