Type to search

মদপানে তিন জনের মৃত্যু

জেলার সংবাদ

মদপানে তিন জনের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেক্স

রাজশাহীতে মদপানে তিন জনের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত গভীর রাত থেকে শনিবার (২ জানুয়ারি) সকাল পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে এদের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- মহানগরীর হোসনীগঞ্জ এলাকার আইনুল ইসলামের ছেলে ফাইসাল (২৮), জেলার বাগমারা উপজেলার শান্তাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে সজল (২৫) ও মহানগরীর বাকির মোড় এলাকার উত্তমের ছেলে সাগর (২৫)।

এছাড়া মহানগরীর হেতমখাঁ এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে তুহিন (২৬) ও একই এলাকার হাবিবের ছেলে কলপ (২২) হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় মদপান করেন কয়েকজন। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া দুইজন সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পর আসল কারণ জানা যাবে বলেও জানায় পুলিশ।

 

সূত্র, DBC বাংলা