মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সাত্তার (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের ঘুঘুরাইল চাতাল মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার ঘুঘুরাইল গ্রামের মৃত.যোনাব আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ইউনুচ আলী জানান, ঘটনার রাত আটটার দিকে আব্দুস সাত্তার এশার নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন। এ সময় তিনি রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগেন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে নিহতর মরদেহ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন থানা পুলিশ।
অপর দিকে দূর্ঘটনায় কবলিত মোটরসাইকেল চালক উপজেরার খড়েঞ্চী গ্রামের আব্দুর রাজ্জাক গুরুতর আহত হয়ে মণিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.