নওয়াপাড়া প্রতিনিধিঃ
যশোর জেলার অভয়নগর মণিরামপুর সীমানাবর্তী ১৫ নং কুলটিয়া ইউনিয়নের বাজেকুলটিয়া গ্রামে অবস্থিত বি,এইচ এম এস ( বাজেকুলটিয়া -হাটগাছা -মশিয়াহাটী -সুজাতপুর) নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪০ লক্ষ টাকা ঘুষ লেনদেনের মাধ্যমে ৪র্থ শ্রেনীর ৩ জন কর্মচারীর নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ শনিবার( ১৭ ই জুন) বিকাল সাড়ে চারটায় সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অনিয়ম দূর্ণীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে এ মানববন্ধন করা হয়। অত্র বিদ্যালয়ে ৩টি পদে প্রধান শিক্ষক সমিতব বিশ্বাস, সহকারী শিক্ষক অজিত মন্ডল ও সভাপতি হেমন্ত কুমার বৈরাগীর বিরুদ্ধে ৪০লক্ষ টাকা ঘুষ নিয়ে ৪র্থ শ্রেনীর কর্মচারী হিসাবে অফিস সহকারী , নৈশ প্রহরী ও নিরাপত্তা কর্মী পদে অযোগ্য ৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় ইউপি সদস্য বিদ্যুৎ বৈরাগী ও এলাকাবাসী জানান,গত ২৪ শে জানুয়ারী ৩ জন চতুর্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ করা হয়। গ্রামবাসীর দাবী না মানায় ২৬ জানুয়ারী তারা জেলা প্রকাশক ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। আজকের এ মানববন্ধন থেকে গ্রামবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘুষের মাধ্যমে অযোগ্য লোকের নিয়োগ বাতিলের আবেদন জানান। এলাকাবাসী আরও বলেন,নিয়োগ বাতিল না হওয়া পর্যন্ত গ্রামবাসী আরও কঠোর কর্মসূচি পালন করবেন। উল্লেখ্য নিয়োগের বিরুদ্ধে অভিযোগ করার পরিপ্রেক্ষিতে ইউপি সদস্য বিদ্যুৎ বৈরাগীর স্ত্রী অর্পনা বিশ্বাসকে স্কুল চলাকালীন সময়ে বিভিন্ন ভাবে হেনস্তা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.