মণিরামপুরে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

প্রিয়বুত ধর ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোর জেলার মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের নেহালপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে সাগর বিশ্বাস (০৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ মার্চ) সকালে এ মৃত্যুর ঘটনা ঘটে।
শিশুটির পিতা মধু বিশ্বাস বলেন, আমি ঘরে দাপাদাপির শব্দ শুনে আমি আমার স্ত্রীকে বলি দেখো কিসের শব্দ হয়েছে দেখতে গিয়ে দেখি হাতে বিদুৎ এর তার পেচানো, মরে পড়ে আছে৷
শিশুটির মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।