মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুর উপজেলার হেলাঞ্চী বাজারের একটি পাটের গুদামে মঙ্গলবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে রাথা পাটের মধ্যে ২’শ মণ পাট আগুনে পুড়ে ছাঁই হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী রায়হান সিদ্দিকী জানান, তার গুদামের পাশে হেলাঞ্চী গ্রামের মৃত. রজব আলীর ছেলে লুৎফার রহমানের পাটের গুদাম। মঙ্গলবার গভীর রাতে ওই গুদামে আগুন লেগে দুই শতাধিক মণ পাট আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার সকালে মসজিদে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লীরা দেখতে পান গুদামে আগুন জ্বলছে।
এ সময় চিৎকার দিলে এলাকার লোকজন ছুঁড়ে আসে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রæত ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হন। ততক্ষনের মধ্যে গুদামে রাখা পাটের অধিকাংশই পুড়ে ছাঁই হয়ে যায়।
স্থানীয় লোকজন জানায়, রাতের যে কোন সময় আগুন লেগে গুদামে রাখা পাট পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি গুদামের মালিক লুৎফার রহমানও। পাট ব্যবসায়ীরা জানান, পাট পুড়ে যাওয়ায় ব্যবসায়ী লুৎফার রহমানের প্রায় ৫ থেকে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.