মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
আগামী ৩ ফেব্রæয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) পরীক্ষা। এ উপলক্ষে মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ বিদায় সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন। সেখানে অশ্রæঝরা বিদায়ী কোমলমতি শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়।
বৃৃহস্পতিবার সকালে সংবর্ধনা ও আলোচনা সভায় শিক্ষার্থী রিয়া, অন্তি, সুরাইয়া, মুস্তাকিন, তানভীর ও ইয়াসিন’সহ আরো অনেকে বললো, আগামী ৩ ফেব্রæয়ারী এস.এস.সি পরীক্ষায় আমরা অংশগ্রহন করতে যাচ্ছে। বিদায়ের এ মুহূর্ত খুবই বেদনাদায়ক। তবুও উচ্চ শিক্ষার জন্য মাধ্যমিক বিদ্যালয়ের আঙিনা ডিঙ্গিয়ে যাওয়ার এ বিদায় চিরস্মরণীয় হয়ে থাকবে। এ বিদায় চির বিদায় নয়। শুধুমাত্র উচ্চ শিক্ষার শিহরে উঠার একটি ধাপ। দেশ ও জনকল্যাণে নিজেকে আত্মনিয়োজিত করতে হলে এ বিদায় অবশ্যই গ্রহন করতে হবে। যে কারনে সকলের নিকট মন খুলে দোয়া কামনা করছি আমরা ভাল ফলাফল অর্জনের জন্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ মোন্তাজ বিশ্বাস। বিদায়ীদের দোয়া কামনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোজাফফর হোসেন, সিনিয়র শিক্ষক শাহজাহান আলী, মুজিবুর রহমান, মাওঃ রিজাউল ইসলাম, জালাল উদ্দীন আহমেদ, আব্দুল মজিদ, জি এম ফারুক আলম, মহাদেব রায় ও আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দশম শ্রেণির ছাত্রী মুন্নি খাতুন ও তাসলিমা খাতুন তিন্নী।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.