অপরাজেয় বাংলা ডেক্স : যশোরের মণিরামপুরে এক ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মরদেহ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ। বুধবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের মৃত একলাস বিশ্বাসের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করে নেহালপুর ক্যাম্প পুলিশ।
প্রাথমিক অবস্থায় মরদেহটির গায়ে কোন আঘাতের চিহ্ন মেলেনি যার ফলে লোকটি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে তিনি জমিতে কাজ করার সময় স্ট্রোক করে মারা গেছেন।
নেহালপুর ইউনিয়নের চেয়ারম্যান নজমুস সাদাত বিষয়টি নিশ্চিত করে বলেন, পাঁচাকড়ি এলাকার আড়পাতা বিলে পবিত্র বিশ্বাসের একটি মাছের ঘের রয়েছে। তিনি মাছ চাষাবাদ করেন। (বুধবার) বিকেল তিনটার দিকে বিলে কাজ করতে যাওয়া লোকজন ওই ব্যক্তিটিকে সেই ঘেরের পাড়ে বসে থাকতে দেখেন। এরপরে বিকেল পাঁচটার দিকে ঘেরের পাশে একটি ধানক্ষেতে ওই ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখতে পায় পথচারীরা। পরে এলাকায় জানাজানি হলে তাকে সোজা করে দেখেন তিনি মারা গেছেন।
নেহালপুর ক্যাম্পের আইসি এসআই আতিকুজ্জামান জানান, সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত লোকটিকে পবিত্রের ঘেরের পাড়ে বসে থাকতে দেখেছেন স্থানীয়রা। যেখানে বসে ছিলেন ঠিক সেখানে ধানক্ষেতে বিকেল পাঁচটার দিকে লোকটিকে মরে পড়ে থাকতে দেখা গেছে।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। সূত্র, অন নিউজ বিডি