অপরাজেয় বাংলা ডেক্স : মণিরামপুরে এনজিও'র 'কিস্তির চাপ সইতে না পেরে' লিপিকা মণ্ডল (২৬) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাঁচকাঠিয়া গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
লিপিকা ওই গ্রামের ভ্যানচালক সুশান্ত মণ্ডলের স্ত্রী। তিনি এক ছেলের জননী।
পুলিশ জানায়, লিপিকার স্বামী ও শাশুড়ি বুদ্ধি প্রতিবন্ধী। স্বামী ভ্যান চালিয়ে সংসারে কিছু যোগান দিলেও মূলত সংসারের ভার ছিল লিপিকার ওপর। তিনি কখনো রাস্তায় কর্মসূচির, কখনো মাঠে কাজ করে সংসার চালাতেন। সংসারের ঘানি টানতে গিয়ে বিভিন্ন সমিতির কাছে প্রায় দেড় লাখ টাকা ঋণ নেন লিপিকা। নামমাত্র আয়ে ঋণের কিস্তি টানতে পারছিলেন না তিনি। কয়েকদিন ধরে কিস্তি ফেল হচ্ছিল তার। গতকাল মঙ্গলবারও গ্রামীণ, দিবাস ও অগ্রগতি নামে তিন সমিতিতে এক হাজার ৭০০ টাকার কিস্তি ছিল। যা দিতে না পারায় বাড়তি কথা শুনতে হয়েছে তাকে। ফলে সন্ধ্যায় ঘরের আড়ার সাথে রশি জড়িয়ে গলায় ফাঁস দেন লিপিকা।
মণিরামপুর থানার এসআই হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে আজ সকালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করেছেন লিপিকার স্বামী।সূত্র, সুবর্ণভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.