অপরাজেয় বাংলা ডেক্স
বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হুসাইন আলী তাকে মৃত ঘোষণা করেন।
মুজাফ্ফার আলী মণিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত ছিলেন।
মুজাফ্ফার হোসেন খুলনার দৌলতপুর এলাকার আদিল উদ্দিন আকুঞ্জির ছেলে। দুই মাস আগে তিনি মণিরামপুর স্টেশনে যোগ দেন।
এদিকে, মুজাফ্ফার হোসেনের মৃত্যুর খবর পেয়ে যশোর স্টেশন থেকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মতিয়ার রহমান ও উপ-সহকারী পরিচালক আনোয়ারুল হক ঘটনাস্থলে আসেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, আছরের নামাজ পড়ে স্টেশনের দোতলায় ঘুমাতে যান মুজাফ্ফার। তখন আমরা বাইরে ভলিবল খেলছিলাম। মাগরিবের নামাজের জন্য উপরে গিয়ে তাকে ডাকাডাকি করা হলে তিনি জেগে ওঠেননি। তাকে দ্রুত মণিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুজাফ্ফারকে মৃত ঘোষণা করেন।
রাতে মণিরামপুর স্টেশনে জানাজা শেষে মরদেহ খুলনা সদর দপ্তরে নেওয়া হবে।
মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হুসাইন আলী বলেন, তাকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।সূত্র, সুবর্ণভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.