মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
মণিরামপুরে কৃষকলীগ নেতা শফি কামাল হত্যা মামলাসহ ২১ মামলার আসামী মওদুদ আহম্মেদ (৩০) কে পুলিশ গ্রেফতার করেছে। সে মণিরামপুর উপজেলার হালসা গ্রামের সদর উদ্দীন গাজীর পুত্র। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
মণিরামপুর থানার এসআই জহির রায়হান জানায়, ছিনতাই, ডাকাতি, নাশকতা ও উপজেলা কৃষকলীগ নেতা শফি কামাল হত্যাসহ গ্রেফতার মওদুদের বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। এর মধ্যে ১৬ মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে গ্রেফতার এড়াতে আইন-শৃংঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ৪ বছর এলাকা ছেড়ে পালিয়ে ছিলো। থানার ওসি রফিকুল ইসলাম জানান, আটক মওদুদকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.