মডেল সাদ খানের ২৯ তম জন্মদিন পালিত

এইচ, এম,জুয়ের রানা: যখন কাঁদেন মনে হয় কাঁদার জন্যই তার জন্ম,
যখন হাঁসেন তখন মনে হয় কী প্রাণবন্ত তার হাঁসি
আবার যখন কষ্টেভরা জীবনের গল্পে দেখা মেলে মনে হয় ছেলেটির জীবন কষ্ট দিয়েই ভরা,
বলছি অভয়নগরের জনপ্রিয় মডেল সাদ খানের কথা
আজ এই মডেল এর ২৯ তম জন্মদিন। ১৯৯১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।
২০১৮ সালে রেড হাট ইউটুব চ্যানেলে পা রাখেন মডেল সাদ খান।
এরপর থেকে নিয়মিত হন –জি সিরিজ,
রাজিব শাহ মিউজিক ওয়াল্ড এর একজন টপ মডেল হিসাবে।
২ বছর পূর্ণ করে তিনি মডেল হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তার পশুহয় রাজিব শাহ মিউজিক ওয়াল্ড এর একটি গানে মডেল হিসাবে বেস জনপ্রিয়তা পেয়েছে। নাচেও বেশ দক্ষতা রয়েছে মডেল সাদ খানের । বিভিন্ন অনুষ্ঠানে নাচ করেন তিনি।
আজ জনপ্রিয় মডেল সাদ খান এর ২৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে অভয়নগর উপজেলার প্রফেসর পাড়া এলাকা মডেলে সাদ খানের নিজ বাড়িতে ঘরোয়া পরিবেশে ১২টা ১ মিনিটে কেক কেটে উদযাপন করা হয় মডেল সাদ খানের শুভ জন্মদিন। এ সময় দক্ষিণ বঙ্গ শ্রমিক ফেডারেশন খুলনা অঞ্চলিক কমিটির ,সাংগঠনিক সম্পাদক রবিন অধিকারী ব্যাচা,অভয়নগর পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক বিল্লাল আহমেদ বাবু,বাংলার ফোক যুবরাজ সিংঙ্গার রাজিব শাহ, ডিরেক্টরস শুভ্র দাস , ডিজে জাহাঙ্গীর, মডেলের,মা, ছোট ভাই বোন, আত্মীয় স্বজন ও ্র বন্ধুরা মডেল সাদ খানের জন্মদিনের কেক কাটে।
উপস্থিত সবার পক্ষ থেকে মডেল সাদ খানের প্রতি জন্মদিনের শুভেচ্ছা ও দির্ঘায়ু কমনা করেন ।