
যশোরে মিনি ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত ও আরেকজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া দশটার দিকে যশোর মাগুরা সড়কের যশোর সদরের রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম মো. জসীম উদ্দিন (৫২)। তিনি কোদালিয়া গ্রামের মনির উদ্দিন মণ্ডলের ছেলে। আহত ব্যক্তি আজম আলী (৭০), যশোরের কেশবপুর উপজেলার তেঘরী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জসীম উদ্দিন ব্যাটারি চালিত ভ্যান নিয়ে যশোর-মাগুরা সড়কে চলাচল করছিলেন। রাজাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৬-৯৪৪২) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক জসীম উদ্দিন রাস্তার ওপর পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ট্রাকের যাত্রী আজম আলীও এতে আহত হন।
ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসীম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
যশোরের বাঁকড়ায়
গৃহবধূর আত্মহত্যা
যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া কলেজপাড়া গ্রামে রিজিয়া খাতুন (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি প্রবাসী অমিত হাসান রনির স্ত্রী।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে স্থানীয়দের দেয়া তথ্য মতে জানায়,বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিবারের সদস্যরা ঘরের বাইরে ছিলেন। এক পর্যায়ে রিজিয়া নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে শাশুড়ি ডাকাডাকি শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখেন,রিজিয়া সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছেন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামিয়ে পল্লী চিকিৎসক আলতাফ হোসেনের কাছে নেওয়া হলে তিনি গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান,রিজিয়া এর আগে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
বাকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি সাধারণ অপমৃত্যুর মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।
যশোরে নিখোঁজের চার দিন পর ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের একটি তালাবদ্ধ পুরোনো বাড়ি থেকে নিখোঁজের চার দিন পর এক ভ্যানচালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আব্দুল্লাহ (২৫)। তিনি শার্শা উপজেলার সরদার বারিপোতা গ্রামের ইউনুস আলি মোড়লের ছেলে এবং ব্যাটারি চালিত ভ্যানের চালক ছিলেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ বাড়ির ভেতর থেকে একটি বাক্সের মধ্যে গলিত লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ব্যাটারি চালিত ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
নিহতের বাবা ইউনুস আলি মোড়ল জানান,গত শুক্রবার রাতে নাভারণ বাজারে ছেলের সঙ্গে শেষবার দেখা হয়েছিল তাঁর।“প্রতিদিন রাতে সে বাড়ি ফিরত। কিন্তু সেদিন রাতে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর শনিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করি,” বলেন তিনি।
আব্দুল্লাহর ভাই নাজমুল হোসেন বলেন,“আমার ভাইয়ের খুনিদের বিচার চাই। আমাদের সংসার খুবই অভাবের। এখন তার স্ত্রী আর দুই সন্তানকে দেখবে কে?”
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকে অভিযান চলছ
যশোরে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড
বিশেষ প্রতিনিধি
যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর ও কাগমারী এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোসলেম (৬০),কাগমারী হঠাৎপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। অপরজন মমিনুর রহমান। তিনি গয়ড়া উত্তরপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয় ৫০ গ্রাম গাঁজা।
আর রায়হান উদ্দীন, কাগমারী এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক কে.এম.এ হানিফ ও শাহরিয়ার হোসেন। পরে তাদেরকে দোষী সাব্যস্ত করে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. নিয়াজ মাখদুম মোবাইল কোর্টে প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বেনাপোল স্থলবন্দরে সদস্যরা।
যশোরে দোকানির
ওপর হামলা, আহত ১
বিশেষ প্রতিনিধি
যশোরে দোকানে বাকি তেল না দেওয়াকে কেন্দ্র করে এক মুদি দোকানিকে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেছে দুই যুবক। মঙ্গলবার সকালে সদর উপজেলার শেখহাটি বাবলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দোকানির নাম রাহাত হাসান (৩২)। তিনি শেখহাটি দক্ষিণপাড়ার মফিজুর রহমানের ছেলে এবং স্থানীয়ভাবে একটি মুদি দোকান চালান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শেখহাটি এলাকার শিহাব (৩২) ও শাকিল (৩৪) নামে দুই যুবক রাহাত হাসানের দোকান থেকে তেল নিতে আসে। তারা বাকি তেল নিতে চাইলে রাহাত তা দিতে অস্বীকৃতি জানান। পরে তারা নগদ টাকা দিয়ে তেল নিলেও কথা কাটাকাটির একপর্যায়ে দু’জন মিলে রাহাতকে হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে রাহাতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
স্থানীয়রা আহত অবস্থায় রাহাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় হামলাকারী শিহাব ও শাকিল শেখহাটি বাবলাতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার
যশোরের অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর আর্মি ক্যাম্পের নেতৃত্বে যৌথ বাহিনী রাত ২টা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান চালায়। এ সময় অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের সোলেমানের ছেলে আজহারুল (৩৫),এর বসতবাড়ি তল্লাশি করা হয়। বাড়ির পাশে কাটের স্তপের ভেতর থেকে দুইটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় আসামি আজহারুল পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
যশোর নাভারন সরকারি খাদ্য গুদামে দুদকের অভিযান
বিশেষ প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার নাভারন সরকারি খাদ্য গুদামে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নিম্নমানের চাল সংরক্ষণ ও ধান ক্রয়ের হিসাবের গড়মিলের অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্রসহ দুদক যশোর কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্র জানায়,শার্শা উপজেলায় ১৭টি রাইস মিল থেকে মোট ১২ হাজার ৬১৬ মেট্রিক টন চাল ক্রয় করা হয়েছে। অভিযোগ রয়েছে, ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমান প্রতি কেজি চাল থেকে ৬০ পয়সা করে কমিশন নিয়েছেন। একইভাবে ধান ক্রয়েও (১হাজার ৫৬ মেট্রিক টন) তিনি কমিশন আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সহকারী পরিচালক আল-আমীন জানান, অভিযানের সময় ৪, ৫ ও ৬ নম্বর গুদামে নিম্নমানের চাল পাওয়া যায় এবং ধান ক্রয়ের কোন সঠিক হিসাব উপস্থাপন করতে পারেননি কর্মকর্তা। এ কারণে তাকে দুদক কার্যালয়ে ডেকে পাঠানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমান ও উপ-খাদ্য পরিদর্শক ফারজানার নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে গুদামে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত।
যশোরের মণিরামপুরে গৃহবধূ তুলতুলির আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামী-শ্বশুরের বিরুদ্ধে চার্জশিট
বিশেষ প্রতিনিধি
মণিরামপুর উপজেলার এড়েন্দা গ্রামের গৃহবধূ রহিমা খাতুন তুলতুলির আত্মহত্যা প্ররোচনার মামলায় তার স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই তুহিন হোসেন চার্জশিটটি আদালতে দাখিল করেন।
অভিযুক্তরা হলেন মৃত তুলতুলির স্বামী রোহিতা গ্রামের ফয়সাল হোসেন ও শ্বশুর আব্দুর রশিদ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ফয়সাল হোসেন রোহিতা গ্রামের তৌফিকুল ইসলাম পলাশের মেয়ে রহিমা খাতুন তুলতুলিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আদালতের নির্দেশে থানায় মামলা হলে পুলিশ ফয়সালকে গ্রেফতার ও তুলতুলিকে উদ্ধার করে তার পিতার জিম্মায় দেয়। পরে জামিনে বেরিয়ে ফয়সাল ফের তুলতুলিকে অপহরণ করে বিয়ে করে সংসার শুরু করে।
অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকে তুলতুলিকে শ্বশুরবাড়ির লোকজন অমানুষিক নির্যাতন করত এবং তাকে আত্মহত্যায় প্ররোচনা দিত। গত ৩০ জুলাই রাতে তুলতুলি আত্মহত্যা করে মারা যায়।
এ ঘটনায় তার পিতা তৌহিদুল ইসলাম পলাশ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ১ আগস্ট মণিরামপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ ফয়সাল ও আব্দুর রশিদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
যশোরে চঞ্চল হত্যা মামলায় বিল্লালের একদিনের রিমান্ড মঞ্জুর
বিশেষ প্রতিনিধি
যশোর সদরের ডাকাতিয়া গ্রামের আলোচিত চঞ্চল গাজী হত্যা মামলায় আসামি বিল্লাল হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
আসামি বিল্লাল হোসেন ডাকাতিয়া দক্ষিণপাড়ার জামাল হোসেনের ছেলে।
উল্লেখ্য, ইজিবাইক চুরিকে কেন্দ্র করে গত ৯ অক্টোবর ডাকাতিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী নিহত ও উভয় পক্ষের ছয়জন আহত হন। এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে সাতজনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ বিল্লাল হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে এবং তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
যবিপ্রবিতে উপাচার্যের সঙ্গে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময়
বিশেষ প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের সঙ্গে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে“শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে ছাত্র-শিক্ষকের ভূমিকা” শীর্ষক এই সভার আয়োজন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, একাডেমিক অবস্থান শক্তিশালী করতে এ ধরনের মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবি ক্রমেই এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়কে একটি আদর্শ ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করতে সব সমস্যা ও সংকট দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”
সভায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা, সফলতা ও সমস্যা উপাচার্যের সামনে তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।
এ সময় যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রক্টর ড. মো. ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শ্রেণি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদনায়
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি
যশোর