প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২০, ১১:১৭ পি.এম
ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় পৌর এলাকা থেকে অজ্ঞাতনামা ১ মহিলার লাশ উদ্ধার

মোঃ সাইফুল ইসলাম আকাশ, ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলার পৌর ১নং ওয়ার্ডের একটি ধানক্ষেত থেকে ২৫-৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। গায়ে লাল ওড়না ও কালো বোরকা।হাতের নখে মেহেদীর রং আছে। উচ্চতা ৫ ফিট। শনিবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে চরফ্যাশন থানায় নিয়ে আসা হয়। চরফ্যাশন থানা পুলিশ জানিয়েছেন, অজ্ঞাত ওই নারীর এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি ৪/৫ দিন আগের হবে। লাশটির শরীরে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.