ভোটের মাধ্যমেই নির্ধারিত হলো সড়াডাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি

স্টাফ রিপোর্টার:
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের সড়াডাঙ্গা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা পরিমল কুমার মজুমদার। গতকাল দুপুর ১২টায় অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ভোট গ্রহনের মাধ্যমে সভাপতি নির্বাচন শেষ হয়। সভাপতি নির্বাচনে অংশ গ্রহণ করেন সড়াডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা পরিমল কুমার মজুমদার ও একই গ্রামের ওয়ার্ড সদস্য বিপ্লব মজুমদার। ভোটারদের অংশগ্রহনে ৯ ভোটের মধ্যে ৬ ভোট পেয়ে প্রতিষ্ঠানটির সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা পরিমল কুমার মজুমদার।