প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ১০:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২২, ৯:৩৩ পি.এম
ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ফখুলনা প্রতিনিধি:
ফুলতলা বাজারে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিনটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম অভিযান পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফুলতলা বাজারে খাদ্যে অনুমোদহীন রং, ফ্লেভার ব্যবহার, নোংরা ও অ¯^াস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং সংরক্ষণ করার অপরাধে মোল্লা বেকারিকে ৫ হাজার টাকা, নিউ চাঁদপুর বেকারিকে ১০ হাজার টাকা ও এইচ আর ফুডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা শাহারিয়ার আকুঞ্জী ও এপিবিএন-৩ এর সদস্যরা ।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.