Type to search

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অন্যান্য

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

চিত্তরঞ্জন সাহা চিতু, চুয়াডাঙ্গা প্রতিনিধি
সিভিল সার্জন আজ ৩০ মে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কর্মসুচি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত তথ্য। পাঠ
 করেন ডাঃ আওলিয়ার রহমান। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ ফাতেহ আকরাম দোলন, আজাদ মালিতা, বিপুল আশরাফ, ইসলাম রকিব ও আকবর আলি। ১লা জুন হতে এই ক্যাম্পেইন শুরু হবে।
       চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরে মোট ১লক্ষ ৪৫ হাজার, ৬শত ৯৮ জন শিশুকে  এই টিকা প্রদান করা হবে। কর্মসুচী বাস্তবায়নের কন্য ২৯০ জন কর্মী নিয়োগ করা হয়েছে। এ সময় জেলার প্রিন্টি ইলেকট্রনিক্স সাংবাদিকরা উপস্থিল ছিল।