ভারতে একদিনে ৩ লাখ ১৪ হাজার জনের করোনা শনাক্ত, মৃত্যু ২১০৪

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভারতে ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে একদিনে। শনাক্ত বিবেচনায় যেকোনো দেশের পরিপ্রেক্ষিতে এটিই সর্বোচ্চ।
রয়টার্সের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, এর আগে যুক্তরাষ্ট্রে জানুয়ারিতে একদিনে বিশ্বে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল।
এই পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন। এতে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জনের। সূত্র,বাংলানিউজটোয়েন্টিফোর.কম