ভাটবিলার সমাজ সেবক পরিমল মন্ডল আর নেই

স্টাফ রিপোর্টার,
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ভাটবিলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক, দলীল লেখক পরিমল মন্ডল আর নেই। গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে অসুস্থা জনিত কারনে তিনি মৃত্যু বরণ করেন (দিব্যান্ লোকান্ স গচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫বছর। জানা যায় শুক্রবার রাতের খাবার খেয়ে তিনি ঘুমোতে গেলে কিছুটা অসুস্থ বোধ করতে থাকেন। এসময় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিতে চাইলে তিনি বাধা দেন। রাতভর অসুস্থতা কাটিয়ে ভোরের দিকে তিনি ঘুমিয়ে যান। বেলা বাড়তে অসুস্থতার খবর পেয়ে প্রতিবেশিরা তাকে দেখতে আসলে পরিবারের লোকেরা তাকে ডাকতে থাকে। এসময় ঘর থেকে কোনো সাড়া না পেলে পরিবারের লোকজন ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখেতে পান। মৃত্যুকালে তিনি এক পুত্র, কন্যা, স্ত্রীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। তাঁর এই মৃত্যুতে ইউনিয়নবাসী শোকাহত পরীবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। শনিবার বিকালে স্থানীয় শুড়িরডাঙ্গা মহাশ্মশানে পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী তাঁর সৎকার সম্পন্ন করেন।