ভবহদবাসী এবার ঢাকাস্থ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবে

স্টাফ রিপোর্টার : টানা পাঁচ দিন যশোর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পর এবার রাজধানী শহর ঢাকায় পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালকের দপ্তরের সামনে মহাঅবস্থান কর্মসূচি ও পরে পানি সম্পদ মন্ত্রীর সাথে সাক্ষাত করা হবে। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আয়োজনে মঙ্গলবার বিকালে(১৮/১/২২) মশিয়াহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় । এর আগে ভবদহ অঞ্চলের যে সব গ্রামে কমিটি হয়নি সেখানে কমিটি গঠন করে সংগঠনকে সুসংগঠিত করা হবে বলে নের্তৃবৃন্দ জানান।
কমিটির আহবায়ক রনজিত বাওয়ালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, মনিরামপুর উপজেলার আহবায়ক গাজী আঃ হামিদ, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, কেন্দ্রীয় কমিটির নেতা শিবপদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস,ভগিরথ হালদার, মহেন্দ্রনাথ রায়, মুক্তিযোদ্ধা অভিমান্য মন্ডল, সংগ্রাম কমিটির নেতা পরিমল মল্লিক, হাফিজুর রহমান, কার্তিক বকসি, আঃ আজিজ সরদার, রাজু আহম্মদ, শান্তনু চক্রবর্তি, চৈতন্য মন্ডল, পারভীন আক্তার, প্রভাষ ঘোষ, মনিমোহন মন্ডল, মিরণ আহম্মেদ তরফদার, সাধন বিশ^াস ইউপি মেম্বর আব্দুর রউফ প্রমুখ।