ভবদহ সেচ প্রকল্প বাতিলসহ ছয় দাবিতে স্মারকলিপি

স্মারকলিপিতে বলা হয়, ভবদহ জনপদে ২০০ গ্রামে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ লাখ মানুষ একটি কুচক্রী মহলের লুটপাটের শিকার হয়ে স্থায়ীভাবে পানিতে তলিয়ে যেতে বসেছেন। এ জনপদের বিপর্যস্ত মানুষ বারবার স্মারকলিপি দিয়েও কোনো প্রতিকার পাননি। এলাকাবাসী দ্রুত স্মারকলিপিতে দেওয়া দাবিগুলো বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আসেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা ও এলাকার কিছু ভুক্তভোগী মানুষ। তাঁরা সেখানে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তাঁরা জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের হাতে স্মারকলিপি তুলে দেন।
এ সময় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, আহ্বায়ক রণজিৎ বাওয়ালী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী আবদুল হামিদ, সদস্যসচিব চৈতন্য কুমার পাল, সদস্য শিবপদ বিশ্বাস, অনিল বিশ্বাস, রাশিদা বেগম, রাজু আহমেদ, নাজিম উদ্দিন, জিল্লুর রহমান, তসলিম-উর-রহমান, হাসিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।