ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধিসভা,আমডাঙা থেকে নওয়াপাড়া পদযাত্রা সিদ্ধান্ত

প্রিয়ব্রত ধর, ভ্রাম্যমান প্রতিনিধি:
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধিসভা গতকাল মনিরামপুর মশিয়াহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
রণজিৎ বাওয়ালীর সভাপতিতে বৈঠকে বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, আ. হামিদ গাজী, চৈতন্য কুমার পাল, শিবপদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস, মাসুদ হাসান, সাধন বিশ্বাস, শেখর বিশ্বাস, ব্রজেন সরকার, তৃষা চামেলী, রাশিদা বেগম, চৈতন্য কবিরাজ,আ, আজিজ, অজিত মল্লিক প্রমুখ।
সভায় দ্রুত বরাদ্দকৃত আমডাঙা খালের কাজ শুরু করা, দ্রুত বিল কপালিয়ায় টিআর চালু, দ্রুত ভাটিতে ৫ টি স্কেভেটর দিয়ে পলি অপসরণ, লুটপাটের জন্য প্রস্তাবিত ৪৫ কোটি টাকার সেচ প্রকল্প বাতিল, সকলকাজ সেনাবাহিনীর মাধ্যমে করাসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।
সভায় আগামী ১৯ তারিখ শনিবার সকালে সুজাতপুরে সংবাদ সম্মেলন ও ৩০ তারিখ বুধবার আমডাঙা থেকে নওয়াপাড়া পদযাত্রা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এ সময়
সভার শুরুতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্মআহবায়ক,আজীবন বিপ্লবী, কৃষক নেতা মোহাম্মদ আলীর মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহিত হয়।