Type to search

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি মতবিনিময় সভা

যশোর

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি মতবিনিময় সভা

প্রিয়ব্রত ধর:

ভবদহ জনপদের পানি নিষ্কাশন , বিল কাপালিয়ায় টি আর এম চালু ,এই জনপদের জান মালের ক্ষয়ক্ষতির সাথে যুক্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা – কর্মচারিদের বিচার , উযানে পদ্মার সাথে ভৈরবের সংযোগ সহ বিভিন্ন দাবীতে আগামী ৯ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত যশোরে অবস্থান করতে যাচ্ছে এ জনপদের পানি বন্দী মানুষ । উক্ত কর্মসূচি অবহিত করন ও সহযোগিতার আহবান জানিয়ে আজ বিকাল ৪ টায় ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি এক মতবিনিময় সভা আয়োজন করে জেলার অস্থায়ি কার্যালয়ে । উক্ত সভায় উপস্থিত ছিলেন ভাবদহ পানি নিষ্কাশনের প্রধান উপদেষ্টা জনাব ইকবাল কবির জাহিদ , উপদেষ্টা এ্যা আবুল হোসেন , নাজিমউদ্দিন , তসলিম উর রহমান , হাচিনুর রহমান । আরো উপস্থিত ছিলেন প্রফেসর আফসার আলী , প্রফেসর আমিনুল আলম খান , আজিজুল হক মনি ,এ্যা রেজা ,, এ্যা বুলু , সাঈদ আহমেদ বুলবুল , দিপঙ্কর দাস রতন প্রমুখ ।