প্রিয়ব্রত ধর,অভয়নগর প্রতিনিধিঃ
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এক প্রতিনিধিসভা মশিয়াহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল চারটার সময় এ সভা অনুষ্ঠিত হয়। সংগ্রাম কমিটির সদস্য শিবপদ বিশ্বাসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক রণজিৎ বাওয়ালী। এ সময় বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহবায়ক আ. হামিদ গাজী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সদস্য অধ্যাপক অনিল বিশ্বাস, শেখর বিশ্বাস, রাজু আহম্মেদ, ব্রজেন সরকার, উত্তম মন্ডল, আব্দুল আজিজ, উত্তম গাইন প্রমুখ। সভায় দ্রুত বরাদ্দকৃত আমডাঙা খালের কাজ শুরু করা, দ্রুত বিল কপালিয়ায় টিআর চালু, লুটপাটের জন্য প্রস্তাবিত ৪৫ কোটি টাকার সেচ প্রকল্প বাতিল, সকলকাজ সেনাবাহিনীর মাধ্যমে করা, কৃষিঋন মৌকুপ, জলাবদ্ধ এলাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত, বেকার ভাতা প্রদান, জমির খাজনা মৌকুপের দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়।সভায় আগামী ১৫ জুলায় পুনরায় প্রতিনিধিসভা ডেকে পদযাত্রার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ, এর আগে গ্রাম কমিটি পুনর্গঠন ও উঠান বৈঠকের সিদ্ধান্ত হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.