প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৬:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২২, ৯:৪২ পি.এম
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত
প্রিয়ব্রত ধর,অভয়নগর প্রতিনিধিঃ
গতকাল শুক্রবার বিকাল চারটার সময়
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রতিনিধি সভা মশিয়াহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
রণজিৎ বাওয়ালীর সভাপতিতে উক্ত বৈঠকে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক আ. হামিদ গাজী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, শিবপদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস, সাধন বিশ্বাস, শহিদুল হক, ইন্তাজ আলী, ব্রজেন সরকার, চৈতন্য কবিরাজ,আ, আজিজ, পারভীন আক্তার প্রমুখ।
গত পাঁচ মাস গেটম্যানের বেতন বন্ধ থাকায় আমডাঙ্গা খালে সুইচ গেট বন্ধ থাকায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।
এ সময় সভায় দ্রুত বরাদ্দকৃত আমডাঙা খালের কাজ শুরু করা ও গেট উঠানামানোর ব্যবস্থা করা, দ্রুত বিল কপালিয়ায় টিআর চালু, , লুটপাটের জন্য প্রস্তাবিত ৪৫ কোটি টাকার সেচ প্রকল্প বাতিল, সকলকাজ সেনাবাহিনীর মাধ্যমে করার দাবি জানানো হয়।
সভা থেকে আগামী ২৬ তারিখ সর্বশেষ পরিস্থিতি উল্লেখ করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, আগামী ১/৭/২২ তারিখ মশিয়াহাটি প্রতিনিধি সভা,এর আগে ভবদহ অঞ্চলে গ্রামসভা, হাটসভা শেষ করতে হবে। ওই দিন নওয়াপাড়া থেকে আমডাঙ্গা সুইচ গেট পর্যন্ত পদযাত্রা ঘোষণা করা হবে। এরপরও সমস্যার সমাধান না হলে ভবদহ এলাকার মানুষ ভোট বয়কট করবে বলে হুসিয়ারী উচ্চারণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.