
অভয়নগর প্রতিনিধি
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আয়োজনে ২০১৬ সালে পানিবন্ধী মানুষের উপর নির্বিচারে পুলিশি লাঠি চার্জের ঘটনার স্মরণে এক গণ সমাবেশ রবিবার বিকালে মশিয়াহাটি বাজার পূজা মন্ডবে অনুষ্ঠিত হয়।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা, বিপ্লবী ওয়ার্কাস পাটির নেতা ইকবাল কবির জাহিদ, ভৈরব নদ আন্দোলন কমিটির প্রধান জিল্লির রহমান ভিটু, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাল,ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা তসলিমুর রহমান, আব্দুল হামিদ গাজী,শেখ আলাউদ্দিন, নূরুজ্জামান সরদার, শেখর বিশ^াস,আমিনুর রহমান হিরু,বৈষাম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, রাশেদ খান, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা প্রফুল্ল মন্ডল, ডা: সুকৃতি বিশ^াস,কাজল বড়ৈ ,মান্নান মোড়ল, লুৎফর রহমান, অধ্যাপক আবু সাঈদ,সুকৃতি মন্ডল,বশির আহমেদ,আমিনুর রহমান, তিসা চামেলী, সুকৃতি মস্ডল, বশির আহমেদ, সনোজিত বালা প্রমুখ। সমাবেশে বক্তরা বলেন যে,” দ্রুত টিআরএম চালু করতে হবে , আমডাঙ্গা খালের জমি অধিগ্রহণ করে খনন কাজ শুরু করতে হবে, ১৬ সালের ৫ অক্টবর পানিবন্ধি মানুষের উপর হামলাকারী পুলিশের বিচার করার দাবি করা হয়। বক্তারা আশংকা করে বলেন এ বছর ধান চাষ না করতে পারলে ভবদহ অঞ্চলের কৃষকরা চরম বিপর্যায় পড়বে।”