স্টাফ রিপোর্টার: ভবদহ সমস্যার সমাধানের লক্ষে টি আর এম বাস্তবায়ন ও আমডাংগা খাল সংস্কারের দাবিতে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান ধর্মঘট পালন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।
রোববার বেলা ১০টা থেকে ২টা পর্যন্ত উপজেলা চত্বরে এ কর্মসূচি চলে। ধর্মঘটে ভবদহ পনি নিষ্কাশন আন্দোলন কমিটির ডাকে প্রায় পাঁচশতাধিক অসহায় মানুষ উপস্থিত হয়। অভয়নগর উপজেলা আ.লীগ সভাপত্বি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সানা আঃ মান্নান, ২ নং সুন্দলী ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সাবেক পায়রা ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, ইউপি চেয়ারম্যান নাদির মোল্লা, আন্দোলন কমিটির নেতা মনির হাফিজুর মোল্লা, মদন মহন চক্রবর্তী ,চেয়ারম্যান কুলটিয়া ইউনিয়ন সেখর চন্দ্র সহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির অন্যন্যা নেতৃবৃন্দ। বক্তরা বলেন,ভবদহ সমস্যার স্থায়ী সমাধান টি আর এম বাস্তবায়ন ও আমডাংগা খাল সংস্কার করার জন্য সরকার এখনই পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে আগামী ৩০ অক্টোবর কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.