অভয়নগর প্রতিনিধি-ভবদহের সুন্দলী অঞ্চলে খালে পানি প্রবাহে বাঁধা সৃষ্টিকারি অবৈধ নেট-পাটা ও শেওলা অপসরণ কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন যশোর জেলা পানি উন্নয়ন বোর্ডর উপ-বিভাগীয় প্রকৌশলী সাইদুর রহমান, জেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা আসাদুজ্জামান পিয়াল, আসিফুদ্দৌলা ও রাজু আহম্মেদ, অভয়নগর উপজেলার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো: আক্তার হোসেন। সুন্দলী বাজারের পশ্চিম পার্শের অভয়নগর-মণিরামপুর সীমানা পুলের উপর থেকে অবৈধ নেট পাটা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। একই সাথে সীমানা পুল হতে উত্তর দিকে ১কি.মি. ও দক্ষিণ দিকে ১কি.মি. শেওলা অপসরণ করা হয়। পানি উন্নয়ন বোর্ড’র প্রকৌশলী সাইদুর রহমান বলেন ভবদহ জলাবদ্ধতা নিরসনের লক্ষে আজ থেকে এই এলাকার খাল গুলোতে অবৈধ নেট পাটা অপসরণ শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.