ভবদহের জলাবদ্ধ এলাকায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ভবদহ জলাবদ্ধ এলাকায় পানিতে ডুবে এক শশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১ টায় প্রতিবেশিরা শিশুটির বাড়ির আঙ্গিনা থেকে তার লাশ উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া শিশুটির নাম অর্পন মল্লিক(৭)। সে ওই গ্রামের কৃষক বিপ্লব মল্লিকের এক মাত্র সন্তান।
শিশুটির পিতা জানান, ভবদহে জলাবদ্ধতার কারনে তার বাড়ির উঠানে কোমর পর্যন্ত জল জমেছে। বাড়ির সামনে রাস্তা উঁচু থাকায় সেখানে ডাঙ্গা রয়েছে। পাড়ার বাচ্চারা সেখানে খেলা করে। বাড়ি থেকে রাস্তায় উঠার জন্য বাঁশ দিয়ে লম্বা সাঁকো তৈরি করা হয়েছে। তার ছেলে রাস্তায় খেলা করার জন্য সাঁকো পার হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে অনেক খুঁজাখুঁজির পর সাঁকোর নীচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল জানান, ভবদহের পানিতে ডুবে যাওয়ার ভয়ে অনেকে শিশুদের দড়ি দিয়ে বেঁধে রখে।এমনি একটি অমানবিক অবস্থার মধ্যে দিয়ে এলাকাবাসী দিন পার করছে। এত সাবধনতার মধ্যে থেকেও শিশু অর্পণ মল্লিক বাড়ির আঙ্গিনার পরিতে ডুবে মারা গেল। এক মাত্র পুত্রকে হারিয়ে তার বাবা শোকে কাতর হয়ে পড়েছে।