Type to search

ভবদহের আমডাঙ্গা খালের কচুরিপানা স্বেচ্ছাশ্রমে অপসারণ করলো জনগন

অভয়নগর

ভবদহের আমডাঙ্গা খালের কচুরিপানা স্বেচ্ছাশ্রমে অপসারণ করলো জনগন

বসতবাড়িতে জলউঠতে শুরু হয়েছে

স্টাফ রিপোর্টার: ভবদহ পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা আমডাঙ্গা খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা স্বেচ্ছাশ্রমে অপসারণ করলো এলাকাবাসী। শুক্রবার দিনব্যপী ভবদহ জলাবদ্ধ এলাকার শত শত জনগন নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও অভয়নগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোল্যা আব্দুর রউফ এর নের্তৃত্বে এ কাজে অংশগ্রহণ করেন।

স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া ইউপি সদস্য ইকবাল হোসেন জানান, খালে কচুরিপানা ও আর্বজনা জমে পানি নিষ্কাশনে বাঁধার সৃষ্টি হচ্ছিলো। আমারা পানি উন্নয়ন বোর্ড.জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে জানিয়েছি। কিন্তু কোন কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। এ দিকে বৃষ্টির পানি জমে খাল বিল উপছে পড়ে এখন বাড়ি ঘরে জলউঠা শুরু হয়েছে। এই মুহুর্তে আমডাঙ্গা খাল সংস্কার না করলে এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হবে। যে কারনে আমরা স্বেচ্ছাশ্রমে খাল সংস্কার করা শুরু করেছি। আব্দুর রউফ মোল্যা বলেন, আমডাঙ্গা খাল সংস্কার হলে এলাকায় জলাবদ্ধা সৃষ্টি হবে না। এই খাল দিয়ে ভবদহ এলাকার সকল বিলের পানি নিষ্কাশন সম্ভাব বলে তিনি মন্তব্য করেন।
দল মত নির্বিশেষে স্বোচ্ছাশ্রমে খালের কচুরিপানা আর্বজনা অপসারণে অংশ গ্রহণ করতে অংশ করেন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটি ও আমডাঙ্গা খাল বাস্তবায়ন কমিটির নেতাকর্মী বৃন্দ। নের্তৃবৃন্দরা জানান, খাল সংস্কার করতে ৫০ জন লোক আগামী ১০ দিন যাবৎ স্বেচ্ছাশ্রমে কাজ করবে। খালে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন এলাকার বিশিষ্ট গুনিজন অধির কুমার পাড়ে, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র, বিকাশ রায় কপিল, বিকাশ মল্লিক ঘের ব্যবসায়ী আক্তার হোসেন, রাশেদ মোল্যা, আনোয়ার মোল্যা, রেজাউল ইসলাম, ইউপি সদস্য প্রকাশ বিশ^াস, অপূর্ব রায়, সমরেশ বাওয়ালী, প্রফুল্ল মন্ডল, মৃত্যুঞ্জয়, পবিত্র রায়, গুনিজন দীনেশ বিশ^াস, প্রভাষক সমরেশ মন্ডল, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপদ মন্ডল, বাবলু ফকির, হাফিজ মন্ডল প্রমুখ।