ব্রাজিল শিবিরে স্বস্তির সংবাদ

মরুর বুকে প্রথম বিশ্বকাপে ‘জি’ গ্রুপে শীর্ষে রয়েছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় পায় সেলেসাওরা।
তবে এই ম্যাচে নেইমারকে মাঠে নামাবেন না ব্রাজিলিয়ান কোচ তিতে। এই ম্যাচে জয় পেলে নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত করবে সেলেসাওরা। তাই পরিস্থিতি বিবেচনায় দলের সেরা তারকাকে মাঠে নামাবেন তিতে।
উল্লেখ্য, সার্বিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭৯তম মিনিটে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পান নেইমার। ফলে এবারের বিশ্বকাপে অনেকটা অনিশ্চিত নেইমার, এমন শঙ্কা দেখা দিয়েছিল।