অনলাইন ডেস্কঃ লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত একদিনে প্রায় অর্ধলক্ষ মানুষের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ লাখ ছাড়িয়ে গেছে। একই সময়ে নতুন করে অন্তত ১২শ জনের প্রাণ ঝরেছে করোনায়। এতে মৃতের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ছুঁতে চলেছে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৬৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ লাখ ১ হাজার ৪২২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২১৮ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ২৩ হাজার ৮৯৯ জনে ঠেকেছে।
অপরদিকে, সুস্থতা লাভ করেছেন আরও ১১ হাজারের অধিক ভুক্তভোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৩২ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে।গত ২৬ ফেব্রুয়ারি দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এর পর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.