ব্রহ্মরাজপুর পুলিশ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা থেকে। আপনার পুলিশ আপনার পাশে তথ্য দিন, সেবা নিন। বিট পুলিশ বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি, মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ আপনার পাশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মোঃ ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর সার্কেল এসপি মোঃ আসাদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও ব্রহ্মরাজ পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স ম শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, ছাত্তার স্বদেশ মল্লিক,রেজাউল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন বিশ্বাস সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন এবং ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আরিফুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।