প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৫, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৩, ১:০০ পি.এম
ব্রহ্মরাজপুরে রাধা গোবিন্দ মন্দিরে রথযাত্রা উদযাপন

শেখ নাজমুল হাসান মিঠু সাতক্ষীরা প্রতিনিধি,,
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন অনুষ্ঠান গতকাল মঙ্গলবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- নিলীপ কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত রথযাত্রা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ডাঃ রনজিত কুমার মন্ডল( সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল), কিশোরী মোহন সরকার (সাবেক সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ ক্রিকেটার সৌম্য সরকারের পিতা)।এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন -শংকর কুমার রায়, সমীর কুমার সাধু, গৌর চন্দ্র দত্ত, বিডিএফ প্রেস ক্লাবের সভাপতি ও মেম্বর মোঃ আব্দুল হাকিম, কানাই লাল সাহা, দীপঙ্কর ঘোষ, গোবিন্দ সাহা, পলাশ চৌধুরী, অনুতাপ সাহা, সুবীর সাহা, ও সেবায়েত ভীম চন্দ্র অধিকারী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মল্লিক। রথযাত্রাটি ব্রহ্মরাপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে শুরু হয়ে সাতক্ষীরার কাটিয়াস্থ জগন্নাথ মন্দিরে গিয়ে শেষ হয় বলে আয়োজক কমিটি সুত্রে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.